About Me

header ads

পঞ্চা‌য়েত নির্বাচ‌নে বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন করছে বিজেপি: মানিক

শনিবার ২৭ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চা‌য়েত নির্বাচ‌ন অনুষ্ঠিত হবে। নির্বাচনের অন্তিম ল‌গ্নে ‌সি‌পিআইএম-এর প্রার্থীদের পালে হাওয়া তুলতে উত্তর ‌ত্রিপুরার প্রেমতলা বাজা‌রে নির্বাচ‌নী জনসভা করলেন বি‌রো‌ধী দল‌নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

নির্বাচ‌নী জনসভায় ভাষণ দি‌তে গি‌য়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মা‌নিক সরকার শাসক দ‌ল বিজেপির বিরুদ্ধে ভয়ভী‌তি‌ প্রদর্শনের অভিযোগ তুলেন। তিনি বলেন, ভয়ভীতি প্রদর্শন করে ত্রিপুরায় একশো শতাংশ প্রার্থী তার দল দি‌তে পা‌রে‌নি।

ত‌বে এবা‌রের নির্বাচনে জনগণ বি‌জে‌পি‌কে বিমুখ ক‌রে সি‌পিএম‌কেই দু-হাত ভ‌রে ভোট দান কর‌বেন ব‌লে আশা ব্যক্ত ক‌রেন মা‌নিকবাবু।

‌তি‌নি আরও ব‌লেন, বি‌জে‌পি সরকার রা‌জ্যের মসন‌দে বস‌লেও তারা জনগ‌ণকে প্রদত্ত প্র‌তিশ্রু‌তি পূর‌ণে সম্পূর্ণ ব্যর্থ। তাই দি‌নের পর দিন বি‌জে‌পি-র প্র‌তি মানু‌ষের মোহভঙ্গ হ‌চ্ছে। রাজ্যে সুশাসনের অবনতি ঘটেছে, প্রতিনিয়ত খুনখারাবি, চুরি, ধর্ষণের মতো ঘটনা সংগঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে ব্যর্থ বর্তমান সরকার। কারণ যেখানে বিরোধী দলের প্রার্থী দিতে দেওয়া হচ্ছে না, প্রার্থী দিলে তাদের ভয়ভীতি দেখিয়ে প্রচার চালাতে দেওয়া হচ্ছে না, সে-ক্ষেত্রে গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ভাষণ দিতে গিয়ে মানিক সরকার আরও বলেন, জনগণ পুনরায় সিপিএমকে ক্ষমতায় নিয়ে আসবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ