About Me

header ads

উদয়পুরের মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু কলকাতায়!

ত্রিপুরা রাজ্যের উদয়পুরের মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু কলকাতা শহরে। নিহত নিকিতা সেনগুপ্ত ওরফে রিয়ার ইচ্ছে ছিল কলকাতার টেকনো ইণ্ডিয়াতে ভর্তি হবেন। সেই সুবাদে তিনি দিন কয়েক ধরে কলকাতায় থাকছিলেন। রিয়া শান্তিনিকেতন থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। মঙ্গলবার ১৬ জুলাই টেকনো ইণ্ডিয়াতে ভর্তি হবার কথা ছিল রিয়ার। কিন্তু অনাহুতভাবে সেদিনই তাঁর জীবনটা চলে গেল বাইক দুর্ঘটনায়।

উল্লেখ্য, রিয়া এবং তাঁর ৪ বান্ধবী মিলে একসঙ্গে কলেজে ভর্তির আশায় বেলেঘাটায় বাড়ি ভাড়া করে ছিলেন।

মঙ্গলবার ভোর ৪ টের সময় রিয়ার বান্ধবী তোরার খুব খিদে লাগায় রিয়া তাঁদের বন্ধু শুভমকে খবর দেয়। শুভম ও শানু দুই বন্ধুর বাইকে করে রিয়া-তোরা যায় খাবার খেতে।

শুভমের প্রচণ্ড গতিতে বাইক চালাচ্ছিল। হঠাৎ নিউ টাউন এলাকায় স্পিড ব্রেকারে এসে ভীষণ জোরে ব্রেক কষলে শুভমের বাইক থেকে ছিটকে পড়েন রিয়া।

রাজ্যের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু শেষ পর্যন্ত যমে-মানুষের টানাটানিতে হেরে যান রিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ