
দক্ষিন ত্রিপুরার সাব্রুম মহকুমার সাতচাঁদ আর ডি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে
প্রার্থী দেওয়ার উদ্দ্যেশ্যে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের উপর দুস্কৃতিরা
আক্রমন মারধোর ও গাড়ী ভাংচুর করার পরে তাদের নাম ধাম দিয়ে মনু থানায়
মামলা করা হলেও এখনো পর্যন্ত পুলিশ তাদের মধ্যে কাউকে গ্রেপ্তার করতে
পারেনি।
এরই প্রতিবাদ জানাতে বুধবার বিকেল ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের
সভাপতি মহারাজ প্রদ্যুৎকিশোর দেবর্বমন সাব্রুম সফরে যান । এইদিন উপস্থিত
ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়, প্রাক্তন মন্ত্রী লক্ষী নাগ ও অন্যান্য
নেতৃত্ব বৃন্দ। ঐ দিনে কংগ্রেস প্রার্থীরা নমিনেশন দিতে গেলে তাদেরকে
মারধোর করে নমিনেশন প্রদানে বাধা দেওয়ায় একরাশ ক্ষোভ উখরে দেন প্রদেশ
কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবর্বমন।
তিনি জানান সাব্রুম
থেকেই সংগঠনকে আগামী দিনে শক্তিশালী করার চেলেঞ্জ হিসাবে নেবেন। তারা বলেন
ঘটনার ২ দিন অতিক্রান্ত হবার পরও এখনো পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করতে
পারেনি পুলিশ।
0 মন্তব্যসমূহ