About Me

header ads

রবিবার থেকে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথে চলবে যাত্রীবাহী ট্রেন!

রবিবার অর্থাৎ ২১ জুলাই থেকে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথে যাত্রীবাহী ট্রেন নিয়মিত চলাচল করবে।

এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার সকালে শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার (৫৫৬১৬) এবং রাতের শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস (১৫৬১২) রুটিনমত পাহাড় লাইন ধরে এগিয়ে যাবে।

তিরুবনন্তপুরম-শিলচর অরোনাই এক্সপ্রেস (১২৫০৭) এবার শিলচরেই এসে পৌঁছবে।
একই ভাবে দিল্লি-শিলচর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস (১৫৬০২) শিলচরে পৌঁছেই তার যাত্রা শেষ করবে।

উল্লেখ্য, গত ১২ জুলাই থকে লাগাতার বর্ষণের ফলে নিউ হাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী ১১০/৪.৫ কিলোমিটার অংশে ১০০ মিটার জায়গা জুড়ে রেলওয়ে ট্র্যাকের নীচে পাহাড়ের জল মাটি-পাথর অনেকটা ধুয়ে-মুছে নিয়ে যায়। এতে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ