
সোমবার থেকে ৫৬ ঘন্টার জন্য আসামের লামডিং রেল ডিভিশনের বেশকিছু ট্রেন
বাতিল করা হয়েছে। লামডিং থেকেই ইবাইপুরের মধ্যে ডাবল ট্রেক নির্মাণের জন্য
রেল বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এইদিন বেশকিছু ট্রেনের সময় পরিবর্তন
করা হয়েছে এবং বেশকিছু ট্রেন বাতিল করা হয়। ৫৫৬১৫/১৬ নাম্বারের
যাত্রীবাহী প্রথম ট্রেনটি শিলচর থেকে লামডিং চলবে। লামডিং থেকে
আলিপুরদুয়ার ট্রেনটি, হুজাই থেকে আলিপুরদুয়ার চলবে। এছাড়াও বাতিল করা
ট্রেন গুলির মধ্যে রয়েছে শতাব্দি এক্সপ্রেস, জনশতাবদি এক্সপ্রেস,
নাগাল্যান্ড এক্সপ্রেস, বিজি এক্সপ্রেস, রঙ্গিয়া এক্সপ্রেস ও মরিয়ানি
এক্সপ্রেস।
0 মন্তব্যসমূহ