আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে টাউন বাস পরিষেবা। পরিবহণ
মন্ত্রী এই ক্ষেত্রে আগস্ট মাসে টাউন বাস পরিষেবা শুরু করার বিষয়ে নির্দেশ
দিয়েছেন। আপাতত দুটি রুটে টাউন বাস পরিষেবা চালু করা হবে। ১৬ টি বাস
পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার দুটি রুটে ৮ টি করে বাসের
ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। এই দুটি রুটে যে সমস্ত স্টপেজ দেওয়া হবে তার
প্রত্যেকটিতে দাঁড়ায় গাড়ি গুলি। সময় কতটা লাগছে তা নির্ধারণ করতে এই
ট্রায়াল রান করা হয়। বটতলা থেকে রানীরবাজার পর্যন্ত এবং কেন্দ্রীয়
বিশ্ববিদ্যালয় থেকে জিবি পর্যন্ত এই দুই রুটে চালু হবে টাউন বাস পরিষেবা।
প্রতিটি বাস স্টপেজে ১৫ মিনিট অন্তর অন্তর গাড়ি পৌঁছাবে। সে কারনে সময়
পরীক্ষা এবং গাড়ির অবস্থা ক্ষতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান
টি আর টি সি-র চেয়ারম্যান দিপক মজুমদার ।
নির্ধারিত সময়ের মধ্যে সহরে টাউন
বাস পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি। পর্যায় ক্রমে সেপ্টেম্বর মাসের
মধ্যে আগরতলা শহরের প্রতিটি রুটে শহরবাসী টাউন বাস পরিষেবা পাবে বলে জানান
টি আর টি সি-র চেয়ারম্যান দিপক মজুমদার। নড়সিংগড়, রানীরবাজার, আমতলি
প্রতিটি জায়গায় সকাল সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এই টাউন পরিষেবা
প্রদান করা হবে। যাত্রী পরিষেবাকে আরো সহজ করতে দুর্গা পূজার আগে সাড়া
শহরে ৪০ টি টাউন বাস পরিষেবা চালু করার বিষয়ে জানান টি আর টি সি-র
চেয়ারম্যান দিপক মজুমদার ।
0 মন্তব্যসমূহ