চুরি যাওয়া সামগ্রী সহ পুলিশের জালে তিন দাগী চোর। বিপুল পরিমানে চুরি
যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়
কিছু দিন আগে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটে। ২০ জুন
রবীন্দ্রপল্লীর ডাঃ দিপেন রায়ের বাড়িতে চুরি হয়। চোরেরা ডাঃ দিপেন রায় ও
তার ভাড়াটিয়ার ঘরে হানা দেয়। বারির মালিক ও ভারটিয়ার ঘর থেকে দুটি ল্যাপটপ,
একটি টিভি, ক্যামেরা , মোবাইল, ঘড়ি, টর্চলাইট, পিতলের জিনিস পত্র চুরি করে
নিয়ে যায়।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজধানীর জয়পুর এলাকা থেকে তিন
কুখ্যাত চোরকে আটক করে। এই তিন কুখ্যাত চোর হল সমীর মিয়া, এয়ার হোসেন,
আব্দুল আলিম। তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম
হয় পুলিশ। তবে এই চুরি চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে
তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ ।
0 মন্তব্য