আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর মহকুমা জুড়ে চাপা উত্তেজনা
বিরাজ করছে। এরই মধ্যে ধর্মনগরের পরিস্থিতি আরও খারাপ করার লক্ষ্যে
মঙ্গলবার রাতে উত্তর জেলা বি এম এস অফিস চত্তরে ৩টি গাড়ী ভাংচুর করে
দুষ্কৃতিরা।বুধবার সকালে এই খবর ছরিয়ে পরতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে
পড়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উত্তর জেলা বি এম এস-এর সম্পাদক
বিপ্লব দাস। তিনি সংবাদ প্রতিনিধি দের জানান দুষ্কৃতিরা গাড়ি গুলি ভেঙ্গে
হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে।কিন্তু বিএম এস কোনভাবেই
তা করতে দেবে না।
এইদিন ঘটনার বিবরণ জানিয়ে ধর্মনগর থানায় অভিযোগ জানানো
হয় উত্তর জেলা বি এম এস-এর পক্ষ থেকে। দাবি জানানো হয় ঘটনার তদন্তক্রমে
দোষীদের গ্রেপ্তার করার।
0 মন্তব্যসমূহ