
সাধারণ বাজেটের মুখে গৃহস্থের জন্য সুখবর মিলল। মাসের পয়লা দিনেই কমল
রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কমল ১০০.৫০
টাকা। রবিবার রাতে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে
ইন্ডিয়াল ওয়েল কর্পোরেশন। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর করা
হয়েছে। সাধারণ বাজেটের মুখে রান্নার গ্যাসের দাম কমায় মোদী সরকারের জন্য
বড়সড় স্বস্তি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
দাম কমায় এবার থেকে সিলিন্ডার
প্রতি রান্নার গ্যাসের দাম পড়বে ৬৩৭ টাকা। যার আগে দাম ছিল ৭৩৭.৫০ টাকা।
অন্যদিকে, সিলিন্ডার প্রতি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের নতুন দাম হচ্ছে
৪৯৪.৩৫ টাকা। আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য কমায় রান্নার
গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ