About Me

header ads

কুমারঘাট থেকে অপহৃতা কিশোরী উদ্ধার বারইগ্রামে!

ত্রিপুরা কুমারঘাট থেকে অপহৃত হওয়া এক কিশোরী অবশেষে পাথারকান্দির বারইগ্রাম এলাকা থেকে উদ্ধার হয়েছে।

সোমবার ত্রিপুরা পুলিশ সহ বারইগ্রাম পুলিশের ইনচার্জ বিসি পালের নেতৃত্বে পুলিশ বাহিনী অপহৃতাকে বারইগ্রাম এলাকার নিজগ্রাম সংলগ্ন রেল লাইনের পাশে উদ্ধার করে।

এরপর তাঁকে ত্রিপুরা পুলিশ নিজ হেফাজতে নিয়ে মেয়েটির মা-বাবার কাছে সমঝে দেয়।

ঘটনার বিবরণে প্রকাশ, গত বুধবার ত্রিপুরার কুমারঘাট এলাকার এক কিশোরীকে প্রেমের জালে পুরে বারইগ্রাম এলাকার এক যুবক পালিয়ে যায়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ত্রিপুরা পুলিশ।

এরপর সোমবার বারইগ্রাম এসে স্থানীয় পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় এক সূত্রের মতে, মেয়েটি বারইগ্রাম এলাকার এক সুপারী ব্যবসায়ীর সঙ্গে এখানে এলেও মূলত তাঁর ঘনিষ্টতা রয়েছে অন্য একটি যুবকের সঙ্গে। ওই যুবকটি বেঙ্গালুরু থেকে এসে তাকে বিয়ে করার কথা ছিল।

তবে দুই রাজ্য পুলিশের সময়েচিত পদক্ষেপে একটি নাবালিকা যথাসময়ে উদ্ধার হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ