খোয়াইয়ের বি আর সি হলে শিক্ষা দপ্তরের নতুন দিশা প্রকল্প বাস্তবায়ন করার
লক্ষ্যে খোয়াই মহকুমা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে ৫ দিনের
প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
খোয়াই বি আর সি-র উদ্যোগে চলা এই প্রশিক্ষণ
কর্মশালায় খোয়াই মহকুমার প্রাথমিক ও আপার প্রাথমিক বিভিন্ন বিদ্যালয়ের
বাছাই করা ৩৫ জন শিক্ষক- শিক্ষিকা প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণ চলবে
আগামী ৯ জুলাই পর্যন্ত। এরপর আগামী ১১ জুলাই থেকে শুরু হবে খোয়াই জেলা বি
আর সি লেভেল প্রশিক্ষণ। প্রতিদিন ২ টি ভাগে দেওয়া হবে প্রশিক্ষণ। মোট ৫০০
জন এই প্রশিক্ষণ নেবেন।
বি আর সি কোর্ডিনেটর দীনেশ দেববর্মা জানান এই
নতুন দিশা প্রকল্পের মূল লক্ষ্য হল তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া
যারা তুলনা মূলক ভাবে দুর্বল তাদের দুর্বলতা কাটাতে দুটি ভাগে ভাগ করা
হয়েছে। একটি সাধনা , অপরটি প্রেরনা। এই সাধনা ও প্রেরনা চলবে প্রতিটি
বিদ্যালয়ে আগামী ৩ মাস পর্যন্ত।
0 মন্তব্যসমূহ