About Me

header ads

গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা!

ত্রিপুরার ধলাই জেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করল উন্মুক্ত জনগণ।

মৃতের নাম বুদ্ধিকুমার ত্রিপুরা (৩৬)। তিনি মান্যকুমারপাড়া গ্রামের বাসিন্দা। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অরিন্দম নাথ জানিয়েছেন, মঙ্গলবার রাতে রইস্যাবাড়ি থানা এলাকার নোয়ারামপাড়া গ্রাম থেকে গরু চুরি করার সন্দেহে ওই ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাঁর মৃত্যু ঘটে।

এদিকে, রইস্যাবাড়ি থানার ওসি সুলেমান রিয়াং জানান, ‘গ্রামবাসীরা দেখতে পান, একটি বাড়ি থেকে এক ব্যক্তি গরু চুরি করার চেষ্টা করছে। তারা ওই সন্দেহভাজন গরুচোরকে ধরে ফেলে এবং মারধর করেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ