About Me

header ads

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শীলা দীক্ষিতের শেষকৃত্য!

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্যপ্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের শেষকৃত্য পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে সম্পন্ন হল। তার আগে রবিবার প্রয়াত নেত্রীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওই প্রবীন কংগ্রেস নেত্রী।

এদিন সকালে শীলা দীক্ষিতের মরদেহ ২৪, আকবর রোডে সর্বভারতীয় কংগ্রেস কমিটির দফতরে নিয়ে আসা হয়। সেখানে দলের শীর্ষনেতৃত্ব এবং অসংখ্য কংগ্রেসকর্মী শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা নিজামুদ্দিন ইস্টের বাড়িতে গিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান। তাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উুমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া, দিল্লির বিজেপি নেতা মনোজ তেওয়ারি প্রমুখ। সনিয়ার কথায়, “শীলা আমার বন্ধু ছিলেন। ঠিক যেন বড় দিদির মতো একজন। কংগ্রেস দলের জন্য বিরাট আঘাত।”

শীলা দীক্ষিত ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতা হারানোর পর ২০১৪ সালে তিনি কেরলের রাজ্যপাল হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ