About Me

header ads

NRC চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর আবেদন!

বন্যায় ভাসছে অসম। বহু মানুষ আশ্রয়হীন। তারই মধ্যে আরও আতঙ্ক জাতীয় নাগরিকপঞ্জিতে নাম বাদ পড়ে ‘দেশহীন’ হওয়া। সবমিলে প্রকৃতি ও আইনের জোড়া হামলায় বিপর্যস্ত অসমবাসী।

আগামী ২৩ জুলাই চূড়ান্ত NRC প্ৰকাশের দিন। হাই কোর্টে NRC তালিকা প্রকাশ সংক্রান্ত শুনানি দেওয়া হবে। রাজ্যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সময়সীমা বাড়িয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। জানিয়েছে প্রতীক হাজেলা।

এদিকে বন্য পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। প্রায় ৬৩ হাজার মানুষ বিপর্যস্ত। সেনা ও বিপর্যয় মোকাবিলা বিভাগ নেমেছে উদ্ধারে। ঘরছাড়া হয়েছেন বহু জন। এরই মাঝে এনআরসি-এর মতো বিতর্কিত বিষয়ের চূড়ান্ত দিন নিয়ে এসেছে আরও আতঙ্ক।

জানা গিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে গত বছর ৩ কোটি ২৯ লক্ষ মানুষ নাগরিক পঞ্জিভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। ৪০ লক্ষের নাম বাদ পড়েছিল এনআরসি তালিকা থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ