
২৭ জুলাই অনুষ্ঠিত হবে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে
রেখে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া, স্ক্রুটিনি ও মনোনয়ন পত্র
প্রত্যাহারের কাজ শেষ। প্রায় ৮৬ শতাংশ আসনে ইতিমধ্যে বিজেপি প্রার্থীরা
বিনাপ্রতিদন্ধিতায় জয়ী হয়ে গেছে। সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হল টানা ২৫ বছর
রাজ্যে ক্ষমতায় থাকা বামফ্রন্ট ক্ষমতা হারানোর পর এই নির্বাচনে অধিকাংশ
আসনে প্রার্থী দাড় করানোর মতো লোক খুঁজে পায়নি বলে অভিযোগ শাসক দলের।
এমতাবস্থায় ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটি মেলারমাঠস্থিত সিপিআইএম অফিসে
সাংবাদিক সম্মেলনে মিলিত হয়।
এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য
বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর অভিযোগ করেন সমগ্র রাজ্যে অশান্তির
পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা ও
ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ১৮ জুলাই ত্রিপুরা রাজ্য
বামফ্রন্ট কমিটির উদ্যোগে ধর্না সংগঠিত করা হবে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ