
আগরতলা রেল স্টেশন, যোগেন্দ্রনগর রেল স্টেশন এবং চন্দ্রপুর আইএসবিটিতে
যাত্রীদের স্বার্থে প্রি পেইড ট্যাক্সি ও অটোরিক্সা পরিষেবা চালু করার
উদ্যোগ নিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।
আগামী
২০ জুলাই এর মধ্যে ওই সব এলাকাতে যাত্রীদের স্বার্থে প্রি পেইড ট্যাক্সি ও
অটোরিক্সা পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার
দেব।
সোমবার
টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগরতলা
রেল স্টেশন পরিদর্শনে যান। কোথায় এই পরিষেবা চালু করা হবে সে ব্যাপারে
বিস্তারিত খোঁজ নেন তিনি।
0 মন্তব্যসমূহ