
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ উঠলো গোমতী জেলা হাসপাতালে। রবিবার
সন্ধ্যায় বিলোনিয়া হাসপাতাল থেকে রেফার হয়ে গোমতী জেলা হাসপাতালে প্রতাপ
দাস নামে এক রোগীর ভর্তি হয়। ভর্তি হওয়ার পর কিছুটা ভালো থাকলেও একটি
ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হয় বলে রোগীর আত্মিয়দের অভিযোগ।
জানা গেছে
দুর্ঘটনার কবলে পড়ে প্রতাপ দাস। তাকে বিলোনীয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান
থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। গোমতী জেলা হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখে কিছু ওষুধ দেন। একই সঙ্গে একটি
ইঞ্জেকসন পুশ করেন। এরপর সেই চিকিৎসক চলে যান। অভিযোগ ইঞ্জেকসন দেওয়ার পরেই
রোগীর অবস্থার অবনতি ঘটে। কিছু ক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়।
গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় ভুল
চিকিৎসার অভিযোগ তোলে রোগীর আত্মীয় পরিজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি
হয় হাসপাতাল চত্বরে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ময়না তদন্ত
করেই মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ