
২৬ জুলাই, পূর্ণ হল কার্গিল যুদ্ধ জয়ের ২০ বছর । ১৯৯৯ সালের আজকের মহান
দিনেই পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত। যুদ্ধে
প্রাণ হারিয়েছিলেন ৫০০জন ভারতীয় সেনা, আহত হয়েছিলেন ১৩০০-রও অধিক। আজ সেই
যুদ্ধ জয়ের দু-দশক পূর্তি উপলক্ষে দিল্লিসহ দেশের রাজ্যগুলোতে মহাসমারোহে
পালিত হচ্ছে কার্গিল বিজয় উৎসব।
শহীদ বেদিতে ভারতীয় সেনার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি ট্যুইট করে লিখেছেন,
Paid homage to the brave martyrs of Kargil War at Albert Ekka Memorial Park, Agartala today on the 20th #KargilVijayDivas.— Biplab Kumar Deb (@BjpBiplab) July 26, 2019
I Salute our Brave heart Soldiers who had sacrificed their lives protecting the sanctity of our Nation.
Jai Hind 🇮🇳 pic.twitter.com/xULNU3yqaR
0 মন্তব্যসমূহ