শান্তিরবাজার মহকুমার বাইখোরা থানার অন্তর্গত মুহুরী নদীতে লাকড়ি সংগ্রহ
করতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি । নিখোঁজ ব্যক্তির নাম সুবীর সেন , বয়স ৩৫।
বাড়ি মুহুরীপুর রামঠাকুর পাড়া । নিখোঁজ ব্যক্তির কাকা জানান প্রতি দিনের মত
শুক্রবার ভোরে নদীতে লাকড়ি ধরতে আসে সুবীর। কিন্তু দীর্ঘক্ষণ তার কোন খোঁজ
পাওয়া যায়নি। অবশেষে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ।
নদীতে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির সন্ধানে নামানো হয় টি এস আর নবম বাহিনী
প্রশিক্ষণ প্রাপ্ত জোয়ানদের। কিন্তু এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া
যায়নি।
এদিকে জানা গেছে ভারী বর্ষণে বেড়েছে মুহুরী নদীর জলস্তর। ফুলে ফেঁপে
উঠেছে নদী। ভারি বর্ষণের কারনে নিখোঁজ ব্যক্তির খোজে সন্ধান চালাতে গিয়ে
অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে টি এস আর জোয়ানদের। এই ঘটনায় এলাকায় নেমে
এসেছে শোকের ছায়া। নিখোঁজ ব্যক্তির স্ত্রী, দুই বছড়ের শিশু ও মা বর্তমান।
গভীর উৎকণ্ঠায় গোটা পরিবার।
0 মন্তব্যসমূহ