About Me

header ads

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক ছাত্রের!

দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু  নবম শ্রেণীতে পাঠরত এক ছাত্রের। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত শম্ভু রাম পাড়ায় । মৃত কিশোরের নাম মনোজ দেববর্মা। সে কামালঘাট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

ঘটনার বিবরণে জানা যায় মৃত কিশোর মনোজ  দেববর্মা রাজঘাট নিজ বাড়ি থেকে শম্ভু রাম পাড়ায় দাদুর বাড়িয়ে বেড়াতে যায়। বুধবার সকালে বাড়ির সকলে মাঠে কাজ করতে গেলে  ঘড়ের ফ্যান না চলায় তা ঠিক করতে যায় সে। এরপরই বিদ্যুৎ স্পৃষ্ট হয় মনোজ দেববর্মা। বাড়িতে থাকা অপর একজন খবর দেয় পরিবারের অন্যান্য সদস্যদের। ছুটে গিয়ে পরিবারের সদস্যরা মনোজ দেববর্মাকে নিয়ে আসে  জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ