
সোমবার রাতে উদয়পুর কলেজটিলা এলাকায় খুন হয় সুশান্ত ঘোষ নামে এক চা
বিক্রেতা। বাড়ি থেকে 100 মিটার দূরত্বের মধ্যেই কিছু দুষ্কৃতী তাকে খুন
করে বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম সুশান্ত ঘোষ। তিন সন্তানের পিতা এই
ব্যক্তি। মৃত ব্যক্তির মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। গোমতী জেলা
হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি।
মৃত ব্যক্তির প্রথম সংসারের মেয়ে
মন্টি ঘোষের অভিযোগ তার সৎ মা অর্থাৎ মৃতের দ্বিতীয় স্ত্রী স্মৃতি ঘোষ
পিতাকে পূর্ব পরিকল্পনা করে খুন করেছে। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু
করেছে।
এদিকে জানা গেছে মাস খানেক আগে মৃত ব্যক্তি কলেজটিলা এলাকায় নতুন
বারি করেছে। দীর্ঘ দিন যাবৎ চা বিক্রি করত মৃত সুশান্ত ঘোষ। বছর চারেক আগে
দ্বিতীয় বিয়ে করে। প্রথম সংসারের স্ত্রী ও সন্তানেরা থাকে রাজারবাগে। এই
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
0 মন্তব্যসমূহ