
ত্রিপুরার গোমতি জেলার অন্তর্গত উদয়পুরের ‘প্যাঁড়া’কে এবার
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন-র (জিআই) জন্য আবেদন জানানোর পাশাপাশি অনলাইন
বিপণন সংস্থার হাত ধরে এখানকার প্যাঁড়াকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য
কথাবার্তা চলছে। বিষয়গুলি নিয়ে তিনি আলাপ-আলোচনা করছেন বলে জানিয়েছেন
পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক।
সাংসদ
জানান, উদয়পুরের দুধ দিয়ে তৈরি প্যাঁড়া জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন-এ ট্যাগ
করতে আবেদনের জন্য পরিকল্পনা নিয়েছেন তিনি। এর জন্য বিশেষজ্ঞদের সঙ্গে
কথাও বলছেন। তাঁর আশা, খুব দ্রুত এই প্যাঁড়া জিআই ট্যাগ পাবে। উদয়পুরের
প্যাঁড়ার প্রতিযোগী কেউ নেই, তাই এর জিআই ট্যাগ পাওয়া নিশ্চিত বলে তাঁর
বিশ্বাস।
সাংসদ
প্রতিমা আরও বলেন, এই প্যাঁড়া যদি জিআই ট্যাগ পেয়ে যায় তবে সমগ্র
বিশ্ববাসী ত্রিপুরাকে প্যাঁড়া-র মাধ্যমেও জানতে পারবেন। ঠিক যেমন কলকাতার
পরিচয় রসগোল্লা।
0 মন্তব্যসমূহ