
রাজ্যে গো-রক্ষকদের দাপট বন্ধ করতে বিধানসভায় বিল পেশ করল মধ্যপ্রদেশের
কংগ্রেস সরকার। গত ২৬ জুন সরকার প্রস্তাব এনেছিল গো-রক্ষার নামে কোনওরকম
তাণ্ডবে জড়িত থাকলে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত জেল এবং ২৫ থেকে ৫০ হাজার
টাকা জরিমানা হবে দোষীদের। এর সঙ্গেই গো-হত্যা বন্ধেও উদ্যোগী হয়েছে কমল
নাথের সরকার। ২০০৪ সালে মধ্যপ্রদেশের বিজেপি সরকার গো-হত্যা রুখতে
মধ্যপ্রদেশ গো-বংশ প্রতিষেধ অধিনিয়ম নামে এই একটি আইন পাশ করে। সম্প্রতি
কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার সেটিকে একটি সংশোধনী সহ গ্রহণ করেছে।
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ শ্রীবাস্তব জানান, প্রয়োজনে শাস্তির
পরিমাণ বেড়ে ৫ বছর পর্যন্ত হতে পারে। বিশেষত, দল বেঁধে তাণ্ডব চালানো এবং
একাধিকবার একই অপরাধের ক্ষেত্রে জেলে থাকার মেয়াদ দ্বিগুণ হবে। মারধর,
দেনস্থা করলে তো বটেই, গো-রক্ষার নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করলেও তা
শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে।
প্রসঙ্গত, গত ২২ মে সেওনি জেলার
দুন্দাসেওনি পুলিশ স্টেশনের কাছিওয়াড়া গ্রামে একদল লোক গো-রক্ষার অজুহাতে
এক মহিলা-সহ তিন মুসলিম ব্যক্তিকে বেধরক মারধর করে। এরপরই এই সংক্রান্ত
কঠোর আইন করতে উদ্যোগী হয় সরকার। এর আগে গরু নিয়ে যাওয়ার সময় যাতে কৃষক ও
ব্যবসায়ীদের কোনও সমস্যায় পড়তে না হয়, সেই উদ্দেশ্যে আইন করার কথা ভেবেছিল
রাজ্য সরকার। এতে সমর্থন জানিয়েছিল রাজ্যের কৃশক ও সংখ্যালঘু সংগঠনগুলির
বড় অংশ।
0 মন্তব্যসমূহ