About Me

header ads

রাজ্যে আজ থেকে শুরু খার্চি উৎসব!

ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব শুরু আজ থেকে। সাতদিনব্যাপী উৎসবকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

পুরাতন আগরতলায় অবস্থিত চতুর্দ্দশ দেবতার মন্দিরে উপজাতিদের খার্চি পূজা অনুষ্ঠিত হবে। খার্চি উপজাতিদের অন্যতম প্রধান উৎসব হলেও ত্রিপুরায় জাতি-উপজাতি সব মানুষ এই পূজাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব আজ খার্চি মেলার উদ্বোধন করেন।

গত বছর খার্চি পূজায় ২২ লক্ষ পুর্ণ্যার্থীর সমাগম ঘটেছিল। এ বছর আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই বছর খার্চি পূজার সাতদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রিপুরা, কলকাতা, বাংলাদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

জানা গেছে, কলকাতা থেকে সহজ মা, জি বাংলা সারেগামাপা খ্যাত উর্মি চৌধুরী, বাংলাদেশ থেকে ফকির সাহাবুদ্দিন, শাহনাজ রহমান স্বীকৃতি, মমতাজ রহমান লাবনি, ত্রিপুরা থেকে ইন্ডিয়ান আইডল খ্যাত সৌরভী দেববর্মা, জি-টিভি লিটল্ চ্যাম্পস স্মিতা নন্দী প্রমুখ শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়াও, সিকিম, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং অসম থেকে প্রায় ৯০ জন শিল্পী গান ও নৃত্য পরিবেশন করবেন।

অন্যদিকে, ত্রিপুরার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরাও এই সাতদিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ