About Me

header ads

জম্মুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত কমপক্ষে ৩৫!

জম্মুতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৩৫ জন যাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন যাত্রী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কেশওয়ান-ঠাকরাই রোডে একটি মিনবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসটিতে অতিরিক্ত যাত্রী থাকার জেরেই দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনা প্রসঙ্গে কিস্তোয়ার পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত ৩ যাত্রীকে চপারে করে জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কিস্তোয়ারের দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান, যার জেরেই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজে প্রথমে হাত লাগান স্থানীয়রাই। পরে উদ্ধারকাজে শামিল হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন সে রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। প্রধানমন্ত্রীর পাশাপাশি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ