About Me

header ads

নতুন কোচের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড!

রবি শাস্ত্রীকে দিয়ে আর হচ্ছে না। তাই এবার কোচ বদলের আসরে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের হেড কোচ হিসেবে কাজ চালাতে গেলে রবি শাস্ত্রীকে ফের আবেদন করতে হবে।

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ সহ সাপোর্ট স্টাফ খোঁজার প্রক্রিয়া শুরু করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এমন নির্দেশিকা জারি করেছে বোর্ড।

বিশ্বকাপের পরে কয়েকদিনের বিশ্রামের পরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল।

৩ আগস্ট থেকে শুরু হতে চলা সেই সফরের কথা মাথায় রেখে হেড কোচ শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে ৪৫ দিন।

শাস্ত্রীদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই। ১৫ সেপ্টেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শুরু হবে।

সেই সিরিজে দেখা যেতে পারে ভারতের নতুন হেড কোচকে। আবার এমনও হতে পারে শাস্ত্রীকেই রেখে দেওয়া হল। কী হবে, তা অবশ্য এখনই বলা সম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ