
সোনার দৌড় অব্যাহত ধিং এক্সপ্রেস হিমা দাসের। ১৫
দিনের মধ্যে এই নিয়ে চারটি সোনার পদক জিতলেন ভারতীয় অ্যাথলিট হিমা। চেক
প্রজাতন্ত্রের টাবর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়ে বছরের
চতুর্থ স্বর্ণপদক গলায় ঝোলান তিনি।
বুধবার ২৩.২৫ সেকেন্ডে দুশো মিটার শেষ করলেন হিমা। নিজের ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ডের কাছাকাছি সময় করলেন।
গত
২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি’তে চলতি বছরে নিজের
প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টের ২০০ মিটার দৌড়ে সোনা জিততে অসমের
সোনার মেয়ে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড।
পাঁচদিনের মাথায় পোলান্ডেই কুটনো অ্যাথলেটিক্স মিটে দুশো মিটারে ফের সোনা জয়। এতে ২৩.৯৭ সেকেন্ড সময় করেছিলেন।
২৩.৪৩ সেকেন্ড সময় করে ১৩ জুলাই হিমা দাস সোনা জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের ক্লাদনো আন্তর্জাতিক মিটে।
এখনও পর্যন্ত কোনও ইভেন্টেই বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে পারেননি
হিমা। বিশ্বচ্যাম্পিয়নশিপের টিকিট পেতে অন্ততপক্ষে ২৩.০২ সেকেন্ডে ২০০
মিটার অতিক্রম করতে হবে হিমাকে। ৪০০ মিটারের ক্ষেত্রে সময়সীমা ৫১.৮০।
0 মন্তব্যসমূহ