
বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের জন্য সুখবর। বৈদ্যুতিক গাড়িতে জিএসটি কমানোর
সিদ্ধান্ত নিল মোদী সরকার। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে
কমিয়ে ৫ শতাংশ করা হল। বৈদ্যুতিক গাড়ির চার্জারের ক্ষেত্রেও জিএসটি কমানো
হল। বৈদ্যুতিক গাড়ির চার্জারে ১৮ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হল ৫ শতাংশ।
আগামী ১ অগাস্ট থেকে এই নয়া হারে জিএসটি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
Delhi: Union Finance Minister Nirmala Sitharaman holds GST Council meeting through video conferencing at Ministry of Finance. Minister of State (Finance) Anurag Thakur also present. pic.twitter.com/3wUNhaw50w— ANI (@ANI) July 27, 2019
স্থানীয় কর্তৃপক্ষের থেকে বৈদ্যুতিক গাড়ি ভাড়া নিলে সেক্ষেত্রেও জিএসটি
কমানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। জিএসটি পরিষদের ৩৬তম
বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের
নেতৃত্বে এই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কাউন্সিলের বৈঠক হয়।
জিএসটি কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সোসাইটি অফ ম্যানুফ্যাকচার্স অফ
ইলেক্ট্রনিক ভেহিক্যালস (এসএমইভি)।
0 মন্তব্যসমূহ