
উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার বকবকি দাস টিলায় এক শিশুকন্যা
ধর্ষণের চেষ্টার সঙ্গে জড়িতকে এক মাস পরও গ্রেপ্তার করতে সক্ষম হয় নি পুলিশ। এতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে শিশুকন্যার পরিবার তথা স্থানীয়দের মধ্যে।
গত
মে মাসে কদমতলা থানা এলাকার বকবকি দাস টিলার ৮ বছরের এক শিশুকন্যাকে তুলে
নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণের চেষ্টা চালায় ৫৫ বছর বয়সি রঞ্জিত দাস। তাঁর বাড়ি
টুলগাঁও।
৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার সময় ওই শিশুটি চিৎকার করে উঠে। তাঁর চিৎকার শুনে পাশের লোকজন ছুটে আসেন। এবং তাঁকে রক্ষা করে।
অন্যদিকে, রঞ্জিত দাস কোনরকমে পালিয়ে যায় সেখান থেকে। পরে,
শিশুকন্যার পরিবার কদমতলা থানায় অভিযুক্তের নামে একটি মামলা করেন। কিন্তু
আজ এক মাস পেরিয়ে গেলেও সেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় নি পুলিশ।
ফলে পুলিশের এহেন ব্যর্থতায় পরিবার তথা স্থানীয়দের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
0 মন্তব্যসমূহ