About Me

header ads

আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা।

আগরতলা রেল স্টেশন থেকে আবারো জি আর পি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা।

জি আর পি –র অসি জানান দেওঘর এক্সপ্রেস থেকে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত দশটা নাগাদ আগরতলা স্টেশন থেকে দেওঘর এক্সপ্রেস ছাড়ার জন্য উদ্যোগ নিলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় জি আর পি। ট্রেনের জেনারাল কামরায় একটি ব্যাগের মধ্যে এই গাঁজার প্যাকেট পাওয়া যায়। উদ্ধার কৃত গাঁজার পরিমাণ প্রায় ৭১ কেজি। বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন জি আর পি-র ওসি। এর আগেও এই ধরনের অভিযানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয়।

ধারাবাহিক অভিযান জারি রয়েছে বলে জি আর পি-র দাবি। আর পি এফ ও এই ধরনের অভিযান জারি রেখেছে। এই গাঁজার সঙ্গে এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মনিষ কুমার, বাড়ি বিহার বলে জানা গেছে। এই চক্রে আর কেউ জরিত রয়েছে কিনা ক্ষতিয়ে দেখছে পুলিশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ