
টানা দু’দিন ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম জেলা ও খোয়াই জেলা।
প্রায় ৫০০০ বন্যার্ত ২৫টির অধিক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। উত্তর-দক্ষিণ ত্রিপুরার জাতীয় সড়কগুলো জলের তলায় তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজ্যের ১০টির অধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্যের আগরতলার শহর ছাড়াও কৈলাসহর, কমলপুর, খোয়াই, সোনামোড়া, উদয়পুর, বিলোনিয়া এবং সাব্রুম বন্যার কবলে পড়েছে। রাজ্য প্রশাসন ৯টির অধিক নৌকা বন্যাক্রান্তদের উদ্ধার করতে কাজে লাগিয়েছে।
0 মন্তব্যসমূহ