
নাশকতাঁর আগুনে পুড়ল দোকান সহ গোডাউন। সর্বস্ব হাড়িয়ে মাথায় হাত ব্যবসায়ীর।
অসহায় অবস্থায় মামলা করা ছাড়া এই ব্যবসায়ীর আর কিছুই করার নেই। অগত্যা
বুকে পাথর রেখে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষতি গ্রস্থ ব্যবসায়ী। এই
ঘটনা আজ তাঁর সাথে হয়েছে। অন্য এক দিন আরেকজনের সাথে ঘটতেও পারে। সেই
ব্যক্তিও সর্বশান্ত হতে পারেন। তাই সময় থাকতে ব্যবস্থা গ্রহণের করুন আর্জি
জানিয়েছেন ক্ষতি গ্রস্থ ব্যবসায়ী শক্তি রায়।
জানাগেছে মঙ্গলবার রাতে
গণ্ডাছড়া বাজারে ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের শাখা কার্যালয়ের পাশেই ছিল
তাঁর তিনটি গোডাউন। রাতে খবর পান তাঁর গোডাউনে অগ্নি সংযোগ করা হয়েছে। ছুটে
আসেন দোকান মালিক। দমকল কর্মীদের খবর দেওয়া হয়। তবে তাঁর আগেই শেষ হয়ে যায়
সমস্ত কিছু। আগুনে ভস্মীভূত হয়ে তিনটি গোডাউন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়
২০ লক্ষ টাকা বলে জানান ব্যবসায়ী শক্তি রায়।
0 মন্তব্যসমূহ