গোপন খবরের ভিত্তিতে বুধবার সেন্ট্রাল রোডস্থিত বিবেকানন্দ মার্কেটের দুটি
গোডাউনে হানা দেয় শুল্ক দপ্তর। কাপড় ও ভারী চাদর মজুত করা ছিল সেই
গোডাউনের ভেতর। সেখান থেকে উদ্ধার হয় কার্টুন এর ভেতর লুকিয়ে রাখা
ফেন্সিডিল ও নেশা জাতীয় ট্যাবলেট। কাস্টমসের সুপারিনটেনডেন্ট সঞ্জীব দাস
এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
তবে কি পরিমান ফেন্সিডিল ও নেশার
ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং এই কাপড়ের গোডাউনের মালিক কে এই বিষয়ে
বিস্তারিত জানাতে পারেননি তিনি।তবে তিনি জানান মঙ্গলবার রাতে তাদের কাছে
গোপন খবর আসে। সেই মোতাবেক বুধবার অভিযান চালিয়ে সাফল্য আসে।
তবে এই দিনের
অভিযানের সময় প্রবল বাধার মুখে পড়তে হয় শুল্ক দপ্তরের কর্মীদের। তাদের
প্রাণে মারার হুমকিও দেওয়া হয় প্রকাশ্যে। খবর পেয়ে পুলিশ ছুটে যায়।
এরপর পুলিশি প্রহরায় শুল্ক দপ্তরের কর্মীদের উদ্ধার করে আনা হয়।
0 মন্তব্যসমূহ