
জিরানিয়ার
মাধব বাড়ি আন্ত রাজ্য ট্রাক টার্মিনাস থেকে নেশা সামগ্রী সহ তিন নেশা
কারবারীকে আটক করলো পুলিশ। উদ্ধার হয়েছে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৪
হাজার টাকা।
বৃহস্পতিবার ভোর ৪ টা ৩০ মিনিটে গোপন খবরের ভিত্তিতে অভিযান
চালায় জিরানীয়া এস ডি পি ও সুমন মজুমদারের নেতৃত্বে রানীরবাজার থানার ওসি
সৌমেন দাস ও পুলিশ। আটক তিন নেশা কারবারীর নাম মণির হুসেন, আলেক হুসেন ও
প্রীতম ভৌমিক। আটক কৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
0 মন্তব্যসমূহ