নিষিদ্ধ ড্রাগস সহ চার যুবককে আটক করল অটো চালকরা। ঘটনা বৃহস্পতিবার বিকালে
আমবাসা অটো স্ট্যান্ডের সন্মুখে।
ঘটনার বিবরণে জানা যায় এইদিন আমবাসা অটো
স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে ড্রাগস ক্রয় করে নিয়ে যাওয়ার সময় চার
যুবককে আটক করে অটো চালকরা। একটি অটো নিয়ে ধৃতরাএই হোটেলে ড্রাগস ক্রয়
করতে আসলে তাদেরকে হাতেনাতে ধরে পেলে অটো চালকরা। খবর দেওয়া হয় আমবাসা
থানায়। আমবাসা থানার পুলিশ এসে অটো সহ চার যুবককে থানায় নিয়ে যায়।
তাদের কাছ থেকে চার কোটা ড্রাগস উদ্ধার হয়েছে।
একজন অটো চালক বলেন
দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এই হোটেলের মালিক, পাশাপাশি এই অটো
দিয়ে ড্রাগস ব্যবসা করা হচ্ছে বলে তারা জানায়। এদিকে ঘটনার আচ পেয়ে
হোটেল বন্ধ করে পালিয়ে যায় ড্রাগস ব্যবসায়ী।
0 মন্তব্যসমূহ