ডাকাত দলের সদস্য সন্দেহে পূর্ব আগরতলা থানার পুলিশ তিন জনকে আটক করেছে।
ধৃতরা হল গোবিন্দ দাস, চিরঞ্জিত দেবনাথ ও রতন চৌধুরী। ৮ জুলাই রাতে পুলিশের
নিকট গোপন সংবাদ আসে চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন সন্দেহ
জনক লোক শহরের বুকে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। তাদের সাথে রয়েছে
ধারালো অস্ত্র।
এই সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে
গিয়ে গোবিন্দ দাস ও চিরঞ্জিত দেবনাথকে আটক করতে সক্ষম হয়। তারা বর্তমানে
পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তিন জনের নাম জানতে
পারে। সেই মোতাবেক পুলিশ রতন চৌধুরীকে আটক করে। যদিও বাকি দুই অভিযুক্ত
পলাতক।
পূর্ব আগরতলা থানার ওসি জানান ধৃত রতন চৌধুরীকে বুধবার আদালতে
সোপর্দ করা হবে। তিনি আরও জানান ধৃতদের কাছ থেকে একটি লৌহার রড ও একটি রাম
দা উদ্ধার হয়েছে।
0 মন্তব্যসমূহ