About Me

header ads

দামছড়ার বাজারে বন্ধ ঘরে পচাঁগলা মৃতদেহ উদ্ধার!

দামছড়ার বাজার শেডের দ্বিতলে বন্ধ ঘরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া বাজার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানিয়েছেন, দামছড়া বাজারে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অনেকের অস্বস্তি হচ্ছিল। তখন কয়েকজন বিক্রেতা মিলে খোঁজ নিয়ে বুঝতে পারেন বাজার শেডের দ্বিতল থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। তখন তাঁরা সেখানে গিয়ে একটি বন্ধ ঘরের মেঝেতে মৃতদেহ দেখতে পান।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি এখনও।

তবে অন্তত ৪-৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কারণ, তার সারা শরীরে পচন ধরে গিয়েছে।

আত্মহত্যা নাকি খুন তদন্তে নেমছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ