রাজ্য সরকার চাইছে রাজ্যে চিকিৎসা পরিষেবার বিকাস ঘটাতে। এর জন্য একাধিক
সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য পরিকাঠামোর
মানোন্নয়ন ঘটানো হচ্ছে। একই সঙ্গে বহিঃ রাজ্যে যাওয়ার প্রবণতা ঠেকাতে
উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যও নেওয়া হয়েছে। কিন্তু সেই
জায়গায় মঙ্গলবার রাজধানীর অন্যতম হাসপাতালে ডায়ালেসিস পরিষেবা বন্ধ ছিল
সারাদিন । ফলে ভোগান্তির শিকার হতে হয় বহু রোগীকে । এইদিন রাজ্যের
বিভিন্ন স্থান থেকে ডায়ালেসিস পরিষেবা নিতে আই জি এম হাসপাতালে আসে রোগীরা ।
কিন্তু ঘণ্টার পর ঘণ্টা রোগীরা ডাইয়ালসিস কক্ষের সামনে বসে থাকলেও
ডায়ালেসিস করাতে না পেরে বাড়ি ফিরতে যেতে বাধ্য হয় । এ বিষয়ে রোগীরা জানান,
তারা দীর্ঘক্ষণ যাবত অসহায় অবস্হায় বসে আছেন। তবে কবে নাগাদ, কখন
ডায়ালেসিস পরিষেবা পুনরায় চালু হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে পারেনি
কর্তৃপক্ষ। যার ফলে রোগীদের ভোগান্তি চরমে উঠেছে আই জি এম হাসপাতালে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কিছু সমস্যা রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ
ইউনিট চালু থাকুক এটাই আন্তরিক ভাবে চান তারা। অনেক রোগী এর উপর নির্ভর
শীল। বহু কর্মী রয়েছেন। তবে পর্যাপ্ত সামগ্রী না থাকার কারনে অসুবিধা
হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নিজেদের উদ্যোগে এই ডায়ালেসিস ইউনিট
চালু করার পরিকল্পনার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
0 মন্তব্যসমূহ