
ফের বিএসএফের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আদৌ তাঁরা নিজেদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন তো?
সীমান্ত নিয়ে যতই এপার-ওপার বাংলার মাঝে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হোক না কেন, চোরাই কারবারিরা তাঁদের নিত্য কার্য অব্যাহত রেখেছে।
বিএসএফ
জওয়ানের উপস্থিতিতে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ত্রিপুরা থেকে পাচার
হয়ে যাচ্ছে গরুসহ মাদকদ্রব্য ইয়াবা, ফেন্সিডিল প্রভৃতি! অথচ কারবারিরা ধরা
পড়ছে না জওয়ানদের হাতে। হয় তারা পালিয়ে যাচ্ছে। নয় পুলিশের হাত ফসকে বেড়িয়ে
যাচ্ছে। অহরহ এমন ঘটনা সংঘটিত হয়ে চলেছে ত্রিপুরায়।
সম্প্রতি, সিপাহিজলা
জেলার সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন বক্সনগরের কলসিমুড়া এলাকার
বাসিন্দা জনৈক বিকাশ চক্রবর্তীর গোয়ালঘর থেকে দুটো গরু উধাও হয়ে গেল রাতের
আঁধারে!
সকালে বিকাশবাবু গোশালায় গরু দেখতে না পেয়ে সীমান্তে গিয়ে
লক্ষ্য করেন ১৮৩ ও ১৮৪ নম্বর গেটের মাঝখানের কাঁটাতারের বেড়া নতুনভাবে কাটা
রয়েছে। শুধু তাই নয়, সেখানে পাওয়া গেছে গরুর পায়ের ছাপও।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশবাবুর এমতাবস্থায় অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি।
তিনি
বিএসএফ-এর কলসিমুড়ায় অবস্থিত বিওপি-র ১৪৫ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি
কমান্ডার প্রবীণ কুমার পাণ্ডের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁকে ধমকা-ধমকি
করে সেখান থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ।
বিএসএফের দায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছে এলাকাবাসী।
0 মন্তব্যসমূহ