About Me

header ads

স্মৃতির আমেথিতে রাহুল যাচ্ছেন বুধবার!

কংগ্রেস নেতা তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী আগামী ১০ জুলাই আমেঠি যাচ্ছেন বললেন জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। এই কেন্দ্রে স্মৃতি ইরানির কাছে লজ্জাজনক পরাজয়ের পর প্রথমবার ওই কেন্দ্রে যাচ্ছেন তিনি।

আমেথি কংগ্রেসের পুরনো দুর্গ। এ কেন্দ্রে এবার স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে ৫২ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন।

আমেথিতে এবার রাহুল গান্ধী দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সিদ্ধান্তে অনড় রাহুল। কংগ্রেসের এবারের বিপর্যয়ের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েই তাঁর এই সিদ্ধান্ত। আমেথি ছাড়া রাহুল এবার কেরালার ওয়েনাড় থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন। সেখানে স্বচ্ছন্দেই জিতেছেন তিনি।

কংগ্রেস সভাপতি পদে রাহুলের উত্তরসূরী হিসেবে একাধিক নাম চর্চায় উঠে এসেছে। কেউ কেউ গান্ধী পরিবারের ঘনিষ্ঠ প্রবীণ কোনও নেতার নাম প্রস্তাব করছেন, আবার কেউ কেউ এই পদের জন্য নির্বাচনের প্রস্তাব দিচ্ছেন।

গত সপ্তাহে রাহুল ফের জানিয়েছেন তিনি আর দলের সভাপতি নেই এবং কংগ্রেস কার্যকরী কমিটির দ্রুত তাঁর বদলি খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ