
প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি।
রবিবার ভোররাতে হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ম্রিত্যুকালে
বয়স হয়েছিল ৭৭ বছর। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
We are saddened to hear of the passing of former Union Minister Jaipal Reddy. A senior Congress leader, he served as an LS MP 5 times, an RS MP 2 times and as an MLA 4 times.— Congress (@INCIndia) July 28, 2019
We hope his family and friends find strength in their time of grief. pic.twitter.com/3BHVc07OYA
১৯৮৪ সাল থেকে টানা কয়েক দশক সাংসদ ছিলেন জয়পাল রেড্ডি। কেন্দ্রের
গুরুত্বপূর্ণ পদেও আসীন ছিলেন বিভিন্ন সময়ে। দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে
যুক্ত ছিলেন রেড্ডি। অবিভক্ত অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের অন্যতম দাপুটে নেতা
ছিলেন তিনি। কংগ্রেসের তরফে প্রয়াত নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে।
শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি।
সোমবার হায়দরাবাদেই শেষকৃত্য সম্পন্ন হবে রেড্ডির।
আইকে গুজরাল
সরকারের আমলে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন রেড্ডি। ইউপিএ-১
জমানায় নগরোন্নয়ন এবং সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। ইউপিএ ২
সরকারে নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। পরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং
প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্বে ছিলেন। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রীও
ছিলেন জয়লাপ রেড্ডি।
লোকসভায় তেলেঙ্গানার শেভেল্লা কেন্দ্রের প্রতিনিধি ছিলেন তিনি।
0 মন্তব্যসমূহ