About Me

header ads

মিড-ডে-মিল প্রকল্প বেসরকারিকরনের প্রতিবাদে সি.আই.টি.ইউ!

মিড-ডে-মিল প্রকল্প ও বিভিন্ন অধিগৃহীত সংস্থা বেসরকারিকরনের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো সি.আই.টি.ইউ। রাজধানীর সি.আই.টি.ইউ অফিসের সন্মুখ থেকে র‍্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিক্ষা ভবনের সন্মুখে এসে শেষ হয়। র‍্যালির অগ্রভাগে ছিলেন সি.আই.টি.ইউ নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্রন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।

মিছিল শেষে শিক্ষা ভবনের সন্মুখে হয় পথ সভা। এই পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে  সি.আই.টি.ইউ নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করে মিড-ডে-মিল প্রকল্প বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। পথ সভা শেষে ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ