About Me

header ads

প্রতিবেশী দেশের ড্রোন জেল চত্বরে!

জম্মু-কাশ্মীরের উচ্চ নিরাপত্তা সম্পন্ন কিশতোয়ার জেল চত্বরের উপর উড়ে বেড়াচ্ছিল ক্য়ামেরা লাগানো চিনা ড্রোন।  জম্মু-কাশ্মীর পুলিশ ওই ড্রোনটিকে বাজেয়াপ্ত করেছে। এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল।

জেল সুপার মহম্মদ ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ ড্রোনটি জেলের ওয়াচটাওয়ারের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে । টাওয়ারে কর্মরত সিআরপিএফ কর্মীরা দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলেন। বিষয়টি জেল সুপার ও পুলিশকে জানানো হয়।

এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ড্রোনটি আকারে ছোট হলেও তার মধ্য়ে ক্য়ামেরা লাগানো ছিল। এ ব্য়াপারে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

কিশতোয়ার জেলে মোট ১০১ জন বন্দি রয়েছে। এদের মধ্য়ে ২৫ জন জঙ্গি। তাদের মধ্য়ে চারজন জম্মু ও কাশ্মীরের। বাকিরা ডোডা এবং কিশতোয়ার জেলার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ