
ত্রিপুরা সরকার এখন থেকে জাতীয় সড়ক নির্মাণ তথা সম্প্রসারণে কেন্দ্রীয়
ভূতল পরিবহন মন্ত্রককে বিনামূল্যে জমি হস্তান্তর করবে। এমনই এক সিদ্ধান্ত
নেওয়া হয়েছে ক্যাবিনেটে।
ত্রিপুরার উন্নয়নে আরও একধাপ এগিয়ে যাওয়ার নীতি প্রণয়ন করা হল মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব নেতৃত্বাধীন মন্ত্রীসভায়।
ত্রিপুরা
জাতীয় মহাসড়ক সম্প্রসারণের জন্য সরকারি জমি হস্তান্তর ও বরাদ্দের পর
কেন্দ্র সরকারের কাছ থেকে কোনও ধরণের ক্ষতিপূরণ দাবি না করার বিষয়ে
মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
যদি কোনও জমি ব্যক্তিগত
মালিকাধীন হয়, তবে রাজ্য সরকার সেই জমি কিনে নেবে এবং বিকল্প ব্যবস্থা
করবে। তবে যদি খাস জমি থাকে তবে সরকার কোনও ধরণের অর্থ বা ক্ষতিপূরণ ছাড়াই
মন্ত্রালয়কে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে যদি কোনও পরিবার ‘খাস জমি’ বা সরকারি ভূমিতে বসবাস করে, তবে কেন্দ্রীয় সরকারকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
0 মন্তব্যসমূহ