
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে ফের উদ্ধার করা হল ৯,৭০০ টি ইয়াবা
ট্যাবলেট এবং পাশাপাশি বাংলাদেশে পাচারকালে ৪৩ টি গোরু আটক করেছে বিএসএফ
জওয়ান।
উল্লেখ্য,
ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত শ্রীমন্তপুর বিওপি-র
বিএসএফ জওয়ান উদ্ধার করেন বৃহৎ পরিমাণের নেশাযুক্ত ট্যাবলেট ইয়াবা।
ইয়াবার বর্তমান আন্তর্জাতিক বাজারদর প্রায় ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে , বিএসএফ জওয়ানরা গরু পাচারকারিদের বন্দি করতে সক্ষম হননি। কারণ পাচারকারিরা বিএসএফ দেখে গোরু ফেলেই পালিয়ে যায়।
৪৩ টি গোরুকে কলমচৌড়া থানার হাতে সমর্পণ করা হয়েছে ।
সূত্রে
জানা গেছে, সীমান্তে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে পাচারকার্য। এমনকি
পাচারকারীরা এখন একেবারে সশস্ত্র অবস্থায় রীতিমতো প্রস্তুতি নিয়ে আসছে
পালটা আক্রমণের !
এ অবস্থায় গতকাল এক বিএসএফ জওয়ানের শরীর
ক্ষত-বিক্ষত করে দেয়া হয় বোমা মেরে। জওয়ানের ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশ
ক্ষতিগ্রস্ত হয়েছে।
0 মন্তব্যসমূহ