
আগামী ৯ মাসের মধ্যে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিতে হবে সিবিআই
আদালতের বিচারপতি সিরেন্দ্র কুমার যাদবকে। সুপ্রিম কোর্ট আজ এই রায়
দিয়েছে। শীর্ষ আাদালত বলেছে বিচারপতির মেয়াদকাল এ বছরের সেপ্টেম্বর থেকে
বাড়িয়ে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। সেপ্টেম্বরে ওি
বিচারপতির অবসরগ্রহণের কথা ছিল। সুপ্রিম কোর্ট একই সঙ্গে বলেছে এই মামলায়
বয়ান লিপিবদ্ধ করার কাজ ৬ মাসের মধ্যে শেষ করতে হবে।
এ বছরের মে মাসে বিশেষ বিচারপতি যাদব মেয়াদকাল শেষ হওয়ার পর আরও ৬ মাস
সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতকে তিনি
জানিয়েছিলেন তাঁর অবসর ৩০ সেপ্টেম্বর।
২০১৭ সালে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুসারে বিশেষ বিচারপতি প্রতিদিন এই মামলার শুনানি চালাচ্ছেন।
প্রবীণ বিজেপি নেতা এল কে আদবানি, মুরলী মনোহর জোশী এবং উমা ভারতী এই
মামলায় অভিযুক্ত। অভিযুক্তদের তালিকায় রয়েছে বিনয় কাটিয়ার, সাধ্বী ঋতম্ভরা,
বিষ্ণুহরি ডালমিয়ার নামও। রাজস্থানের রাজ্যপাল, উত্তর প্রদেশের তৎকালীন
মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও এ মামলায় অভিযুক্ত কিন্তু তিনি রাজ্যপাল পদে
থাকাকালীন সাংবিধানিক রক্ষাকবচ উপভোদ করবেন।
আদবানি, মুরলীমনোহর জোশী ও উমা ভারতী এখন জামিনে মুক্ত।
0 মন্তব্যসমূহ