About Me

header ads

আন্তর্জাতিক স্তরে দ্বিতীয় সোনা জিতলেন হিমা দাস!

আন্তর্জাতিক স্তরে ফের সোনা জিতলেন অসমের ধিং এক্সপ্রেস হিমা দাস। পোল্যান্ডে কুন্তো অ্যাথলেটিক্সে মহিলাদের ২০০ মিটারে সেরা হন ভারতীয় এই স্পিন্টার।

মঙ্গলবারই পোল্যান্ডে পোজন্যান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি-তে সোনা জয়ের পর কুন্তো অ্যাথলিটক্সে সোনা জেতেন গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়ী ভারতীয় এই অ্যাথলিট।

চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় ইভেন্ট। প্রথম কম্পিটিশন ছিল পোল্যান্ডের অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি। দ্বিতীয় ইভেন্টে পোল্যান্ডে কুন্তো অ্যাথলেটিক্সে মহিলাদের ২০০ মিটারে প্রথম হন তিনি।

২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন হিমা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ