About Me

header ads

বন্যার ভ্রুকুটিতে ১২টি গণ্ডারের মৃত্যু কাজিরাঙ্গায়!

প্রবল বন্যায় বিপর্যস্ত অসমের জনজীবন। সেই সঙ্গে বিপর্যয়ে বন্য প্রাণীরাও। ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর জল বাড়বে আরও বলেই আশঙ্কা। এরই মাঝে বিশ্ব বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে এসেছে দুঃসংবাদ। অন্তত ১২টি গণ্ডারের মৃত্যু হয়েছে সেখানে। আরও কয়েকটি অসুস্থ। তাদের চিকিৎসা চলছে।
 
কাজিরাঙ্গা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কবলে পড়েছে ১২৯ রকমের পশু-পাখির প্রজাতি। তবে গণ্ডারদের অবস্থা শোচনীয়। বিখ্যাত একশৃঙ্গ গণ্ডারের আবাসভূমি এই জাতীয় উদ্যান ও বনাঞ্চল।

গত কয়েকদিনের টানা বন্যা পরিস্থিতিতে কাজিরাঙ্গার বিভিন্ন স্থানে জলে পরিপূর্ণ হয়েছে। বনভূমির মধ্যে বন্যার কবলে পড়ে প্রাণীরা। গণ্ডারদের দলবল উঁচু এলাকার দিকে সরে যেতে থাকে। তারই মাঝে কয়েটির মৃত্যু হয়। সর্বসাকুল্যে সেই সংখ্যা ১২টি ছাড়াল।

অসম বনবিভাগ জানাচ্ছে, বন্যা পরিস্থিতিতে প্রতিবারই কাজিরাঙ্গা ও মানস অভয়ারণ্যের প্রাণীদের ক্ষতি হয়। এবারেও একই পরিস্থিতি।

এদিকে বন্যার তোড়ে অসমের বেশ কিছু এলাকা জলমগ্ন। বিশেষ করে নাম্মী অসমের অংশ। লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছেন। তাদের উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা। ছড়াচ্ছে জলবাহিত রোগ।

আর কাজিরাঙ্গা বনাঞ্চলের বেশিরভাগ এলাকা ও সংলগ্ন জনবসতির অবস্থাও সঙ্গিন। প্রাণীরা আশ্রয় নিতে বনভূমি ছেড়ে লোকালয়ের দিকে চলে আসছে। এতে স্থানীয় বাসিন্দারা আরও ভীত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ