
আগরতলা পুর নিগমের উদ্যোগে খাস জমি দখল কারীদের বিরুদ্ধে অভিযান সংগঠিত করা
হয় । বুধবার রাজধানীর বনমালীপুর এলাকার ভলকান ক্লাব সংলগ্ন এলাকায় এই
অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। এদিন ২২ টি দোকান , দুটি
বাড়ির অংশ এবং একটি পোলট্রি ফার্ম ভেঙ্গে দেয় আগরতলা পুর নিগম।
দীর্ঘ দিন
যাবৎ অবৈধ ভাবে ড্রেনের জায়গা দখল করে এই দোকান ও বাড়ি তৈরি করে ব্যবহার
করা হচ্ছিল। অবশেষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল পুর নিগম। সকাল থেকেই
পুর নিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভেঙ্গে দেয়। ভগবান ঠাকুর চৌমুহনী থেকে
ভলকান ক্লাবের সামনে দিয়ে হরিজন কলোনি যাওয়ার রাস্তাটির বা পাশের অংশের
অবৈধ নির্মাণ ভেঙ্গে দেয় পুর নিগম। এই স্থান দিয়ে ড্রেইন নির্মাণ করা হবে
বলে জানান অ্যাসিটেন্ট মিউনিসিপল কমিশনার সুব্রত ভট্টাচার্য।
0 মন্তব্যসমূহ