
আগামী ১৪ আগস্ট থেকে আগরতলা-দিল্লি এবং দিল্লি-আগরতলা সরাসরি বিমান পরিষেবা শুরু হচ্ছে।
জানা গেছে,আগরতলা-দিল্লি রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। ইন্ডিগোর
তরফ থেকে জানানো হয়েছে, ১৮০ আসনের ৬ই-২০৪৭ এয়ারবাসটি দিল্লি থেকে রওয়ানা
দেবে দুপুর ১টা ৪৫মিনিটে যা আগরতলায় এসে পৌছবে বিকেল ৪টা ২০মিনিটে। আবার
৬ই-২০৪৮ এয়ারবাসটি আগরতলা থেকে রওয়ানা দেবে বিকেল ৪টা ৫০মিনিটে যা দিল্লিতে
পৌছবে সন্ধ্যে ৭টা ২৫ মিনিটে। আগরতলা-দিল্লি যাতায়াতে নূন্যতম ভাড়া হবে ৪ হাজার টাকা।
0 মন্তব্যসমূহ